একা নৌকার যাত্রী

200.00

ভারত ছাড়ো আন্দোলনে আত্মাহুতি, মন্বন্তর, দেশভাগ, দেশভাগ 1942 এর এক আগষ্ট থেকে 1947 এর আর এক আগষ্ট – মাত্র এই 5 বছরের চারটি মর্মান্তিক ঘটনার প্রত্যক্ষদর্শী জাতীয় তথা ব্যক্তি জীবনের সেই সংকটাপন্ন মুহূর্তেও অবিচল একাগ্রতায় বয়ে নিয়ে গেছেন তার জীবন তরী সাহিত্য ও সিনেমার দ্বিমুখী গন্তব্যের অনিশ্চিত খেয়াঘাটে । কিন্তু সাফল্য ও ব্যর্থতাতার জীবন তরী সাহিত্য ও সিনেমার দ্বিমুখী গন্তব্যের অনিশ্চিত খেয়াঘাটে কিন্তু সাফল্য-ব্যর্থতায় সমান অবিচল থাকার স্বতঃলব্ধ প্রজ্ঞার আলোকে উদ্ভাসিত চিত্রপটে একদিকে বাংময় হল ডাক দিয়ে যাই ফিয়ার্স লেন এর মত সাড়া জাগানো সাহিত্য সৃষ্টি অন্যদিকে তেমনি 1950 থেকে 1980 এই তিন দশকে বোম্বাই চলচ্চিত্রজগতে একজন কিংবদন্তী তুল্য চিত্রনাট্যকার রূপে তারএকজন কিংবদন্তী তুল্য চিত্রনাট্যকার রূপে তার আকাশছোঁয়া একজন কিংবদন্তী তুল্য চিত্রনাট্যকার রূপে তার আকাশছোঁয়া সাফল্যের নাট্য চিত্র রচনা করলো পরিণীতা, বন্দিনী, সুজাতা, দেবদাস মঝলি দিদি, তিসরি কসম, অভিমান এর মত স্মরণীয় চলচ্চিত্র ।

 

বাংলা চরিত-সাহিত্যে এক অনন্য সংযোজন এই একা নৌকার যাত্রী।